মুন্সিগঞ্জ, ১৫ ডিসেম্বর, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ট্রাকচাপায় এক নারী পথচারী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহত পথচারী উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের ফজলুল হকের মেয়ে বিউটি আক্তার-৩১ বলে জানা যায়।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস ষ্ট্যান্ড এলাকার সমিতি মার্কেট এর সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় পথচারী বিউটি আক্তারকে কুমিল্লাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হলে আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দীন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।