১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১১:১৯
মুন্সিগঞ্জে ট্রলার ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে নিহত ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ জুলাই, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের শিলই ইউনিয়নের চর বেহেরপাড়া এলাকায় ট্রলারের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে মারধরে আলিম সরকার (৬০) নামের একজন মারা গেছেন।

জানা যায়, আজ বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে শিলই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিয়াদুল ইসলাম হাকিম নিহতের ভাগিনা মহিউদ্দিনের ট্রলারে চড়ে দিঘিরপাড় বাজার থেকে চর বেহেরপাড়া এলাকায় আসেন। এসময় মহিউদ্দিন ট্রলারে অন্য যাত্রী উঠাতে চাইলে তিনি নিষেধ করেন। গন্তব্যে পৌঁছানোর পর ট্রলার চালককে মেম্বার ১০০ টাকা ভাড়া প্রদান করলে সে তার নিকট রিজার্ভ নিয়ে এসেছে বলে ৫০০ টাকা দাবি করে। এতে ইউপি মেম্বার ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও চড় থাপ্পড় মারে।

পরবর্তীতে ট্রলার চালক মহিউদ্দিন বাসায় এসে তারা মামা আলিম সরকারকে বিষয়টি অবহিত করে। আলিম সরকার বিষয়টি চর বেহেরপাড়া বাজার এসে জনসম্মুখে মেম্বারের বিচার দাবি করার পাশাপাশি তাকে গালিগালাজ করে।

গালিগালাজ করার বিষয়টি ইউপি মেম্বার অবহিত হলে তার ৭/৮ জন অনুসারী আলিম সরকারকে তার বাড়ির সামনে ডেকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে মারধর ও মাথায় আঘাত করে। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারধরের সময় পরিবারের লোকজন এগিয়ে আসলে তারাও আহত হয়। আহতরা হলেন, নিজাম বেপারী (৩৫), মোঃ হৃদয় (১৭), জগতারা (৪০), সুমি (২৫), ও হালিমন (৬০)।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পুলিশ এ পর্যন্ত ৩ জনকে আটক করেছে। তবে ইউপি মেম্বার রিয়াদুল ইসলাম হাকিম পলাতক রয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!