১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৮:৫৪
মুন্সিগঞ্জে ট্রলার ও স্পিডবোর্ডসহ ১৮০ মণ জাটকা জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পৃথক অভিযানে ৭ হাজার ২শ কেজি (১৮০ মণ) জাটকা ইলিশ মাছ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ-পুলিশ। এসময় একটি স্ট্রিলের ট্রলার ও ২শ সিসি একটি স্পিডবোর্ড জব্দ করা হয়।

আজ (৫ এপ্রিল)সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ধলেশ্বরী নদীর থেকে ধাওয়া করে বুড়িগঙ্গা নদীতে একটি স্পিডবোর্ডে ১৫ ড্রাম জাটকা উদ্ধার করা হয়েছে। এর আগে রাত দেড়টার দিকে উপজেলার কাঠপট্টি এলাকায় ২০ ড্রাম জাটকা বোঝাই ট্রলার জব্দ করা হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক কবির হোসেন খান জানান, ধলেশ্বরী নদী থেকে একটি স্পিডবোর্ড অনুসরণ করা হয়। পরে বুড়িগঙ্গা নদীতে জাটকাবোঝাই মালিকবিহীন স্পিডবোর্ডটি আটক করা হয়। এরআগে গভীর রাতে কাঠপট্টি এলাকার ধলেশ্বরী নদীতে ১৫ ড্রাম জাটকাসহ একটি স্ট্রিলের ট্রলার জব্দ করা হয়। দুই অভিযানে ১৮০ মণ জাটকা উদ্ধারের পাশাপাশি একটি স্পিডবোর্ড ও একটি ট্রলার জব্দ করা হয়।

উদ্ধারকৃত জাটকাগুলোর আনুমানিক মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা । জব্দকৃত ট্রলারের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার ও স্পিডবোর্ডের মূল্য ১৫ লাখ টাকা। জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

error: দুঃখিত!