মুন্সিগঞ্জ, ২৭ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঝড়ের কারণে অটোরিকশা থামিয়ে পাশের এক দোকানে আশ্রয় নেন অটোচালক ও এক যাত্রী। সেখানে বজ্রপাতে প্রাণ হারান দুজনেই।
শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ কুসুমপুর লেবুতলা নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লৌহজং উপজেলার উপজেলার পাইকারা গ্রামের মোসলেম সরদারের ছেলে অটোচালক জুম্মন সরদার (৩৮) ও ধীৎপুর গ্রামের শাহজাহান শেখের ছেলে অটোর যাত্রী মাছ ব্যবসায়ী কাউসার শেখ (৩৭)। জুম্মনের স্ত্রী ও তিন শিশুসন্তান এবং কাউসারের স্ত্রী ও দুই শিশুসন্তান রয়েছে।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
স্বজনরা জানান, শনিবার দুপুর দেড়টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে রাস্তার পাশের একটি লাকড়ির দোকানে আশ্রয় নেয় দুই বন্ধু। এ সময় অকস্মাৎ বজ্রপাতে দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। জুম্মন সরদার পেশায় অটোরিকশা চালক আর কাউসার মৎস্যজীবী। জুম্মন শনিবার সকালে উপজেলার কনকসার থেকে যাত্রী নিয়ে পাশের শ্রীনগর উপজেলার ব্রাহ্মণখোলা এলাকায় যায়। সঙ্গে বন্ধু কাউসারকে নিয়ে নেয়। সেখান থেকে সিরাজদিখানের কুসুমপুর হয়ে ফেরার পথে বজ্রপাতের শিকার হয়। পরে স্থানীয়রা জাতীয় জরুরী হেল্পলাইন নাম্বার ৯৯৯ এ ঘটনাটি জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আউয়াল জানান, প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক মৃত পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।
দুপুরে অটোরিকশা নিয়ে মাছ ব্যবসায়ী কাউসার বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঝড়-বজ্রপাত শুরু হলে তারা একটি দোকানের সামনে নেমে দাড়ান। সেখানেই অকস্মাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়।