১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:২১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

শনিবার (২ নভেম্বর) সারাদেশের সাথে মুন্সিগঞ্জেও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা।

২ নভেম্বর থেকে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১ নভেম্বর। আজ প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা বিষয়ের পরীক্ষা।

মুন্সিগঞ্জে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মো. নাজমুস শোয়েব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়

অষ্টম শ্রেণির সব শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিতে পারছে। এজন্য নির্বাচনী বা প্রাক-নির্বাচনী পরীক্ষা দিতে হয়নি। পাশাপাশি বৃত্তি পরীক্ষাও দিতে হবে না।

প্রশ্নপত্র ফাঁস এবং ফাঁসের গুজবমুক্ত পরিবেশে পরীক্ষা শেষ করার জন্য কেউ যাতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভুয়া তথ্য, মিথ্যা প্রশ্নপত্র তৈরি করতে না পারে, এবং শিক্ষার্থীদের পরীক্ষার সময় যাতে কোন বিঘ্ন না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার ।

error: দুঃখিত!