৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৩:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে জুমার নামাজের সময় শিশু ধর্ষণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ জুলাই, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে জুমার নামাজের সময় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছর বয়সী শিশু ধর্ষণের দায়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৩ জুলাই) মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাইনখাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ধর্ষক মিরু দেওয়ান (৬০) কে আটক করেছে। মিরু দেওয়ান টংগিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাইনখাড়া গ্রামের মৃত কালু দেওয়ানের পুত্র।

জানা যায়, উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাইনখাড়া গ্রামে শুক্রবার দুপুরে দেড়টার সময় স্থানীয় লোকজন যখন জুমার নামাজ আদায় করছিলো তখন ধর্ষক মিরু দেওয়ান শিশুটিকে তার বাড়ীর পাশে পরিত্যক্ত বাগানে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে ধর্ষক মিরুকে আটক করে। পরে ভুক্তভোগী শিশুর পিতার অভিযোগের পরিপ্রেক্ষিতে টংগিবাড়ী থানা পুলিশ মিরু দেওয়ানকে গ্রেফতার করে।

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, শিশু ধর্ষনের অভিযোগে মিরু দেওয়ানকে আটক করা হয়েছে। ধর্ষন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

error: দুঃখিত!