মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, প্রাক্তন সেনাপ্রধান ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুন্সিগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে শহরের সুপারমার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মুন্সিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল আলম স্বপনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট রোজিনা ইয়াসমিনসহ অন্যান্যরা।
আলোচনায় জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজত করেন নেতাকর্মীরা।