মুন্সিগঞ্জ, ৬ এপ্রিল, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী বাজারের চাউল পট্ট্রি হাওলাদার ট্রেডার্স এর সামনে হতে জাল টাকা সহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত যুবক মাসুদ (৩৩) টংগিবাড়ী উপজেলার বলই গ্রামের মৃত আ. হাইয়ের ছেলে। তাকে আজ মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে সোমবার বিকালে সে টংগিবাড়ী বাজারে জাল টাকাগুলো ভাঙ্গানোর চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।
পুলিশ জানায়, মাসুদ এখানকার ভাসমান বাসিন্দা। সে ঢাকার কেরানিগঞ্জ উপজেলার একুরিয়া এলাকায় স্থায়ী বসবাস করে। বিভিন্নস্থানে ঘুরে ঘুরে জাল টাকা সাপলাই করে থাকে।
এ ব্যাপারে টংগিবাড়ী থানা ওসি হারুন অর রশিদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার কাছ হতে ১ হাজার টাকার ৩টি জাল নোট উদ্ধার করা হয়েছে।