মুন্সিগঞ্জ, ২১ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে জাতীয় শ্রমিকলীগ শিল্পায়ন আঞ্চলিক শাখা জেলা সদর ৮নং ওর্য়াড কমিটির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে যোগিনীঘাট এলাকায় এই কর্মী সভায় রহম আলী গাজীর সভাপতিত্বে সদর পৌরসভার ৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক স্বপনের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ শিল্পায়ন আঞ্চলিক শাখা মুন্সিগঞ্জের সভাপতি আবুল কাশেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড গোলাম মাওলা তপন, জাতীয় শ্রমিকলীগ শিল্পায়ন আঞ্চলিক শাখা মুন্সিগঞ্জের সহ সভাপতি আবুল হোসেন, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাঁদশা মিয়া, পৌর শ্রমিকলীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আজহারুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক জয় দেব সরকার, শ্রমিক নেতা মাসুদ, সিপন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, জাতীয় শ্রমিকলীগ শিল্পায়ন আঞ্চলিক শাখা মানুষের কল্যাণে কাজ করে । তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।