৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১১:১৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের স্থগিত পরিক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা মহামারির কারনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত স্নাতক ২০১৫-১৬ সেশনের ৪র্থ বর্ষের পরিক্ষা গ্রহন ও এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রকাশের দাবীতে মুন্সিগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে পরিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে থাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক পরিক্ষার্থী।

মানববন্ধকারীর বলেন, পরিক্ষা স্থগিতের দীর্ঘ ৮মাস পেরিয়ে গেলও পরিক্ষার নেওয়া কিংবা ব্যবস্থাগ্রহণ করা হয়ানি এখনো। এতে স্নাতক কোর্স অসম্পূর্ন রয়েছে প্রায় আড়াই লক্ষ পরিক্ষার্থীর। স্নাতক সম্পূর্ন না করায় চলমান বিভিন্ন চাকারিতে নিয়োগের আবেদন তথা চাকরি পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে তাদের। এছাড়া দীর্ঘ সেশন জোটে পরতে হচ্ছে তাদের।

স্বাস্থ্যবিধি মেনে বাকি থাকা পরিক্ষা দ্রুত গ্রহণ অথবা অনুষ্ঠিত পরিক্ষার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশের দাবী জানান তারা।

একই সাথে আগামী ১৫দিনের মধ্যে এ বিষয়ে শিক্ষা মন্ত্রনালয়ের কাছে প্রেস ব্রিফিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করার দাবি জানান তারা।

এর আগে শিক্ষার্থীরা স্থানীয় সরকারি হরগঙ্গা কলেজ থেকে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে।

error: দুঃখিত!