মুন্সিগঞ্জ, ১৫ জানুয়ারি, ২০২১, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে জাটকা মাছ বিক্রি করায় ১১ জেলেকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার আলামিন ও বাঘড়া বাজারে মোবাইল কোর্টের পরিচালিত অভিযানে ১৩০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়।
এসময় ১১ জেলেকে ৩৩ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা আক্তার।
বাঘড়া ও আলামিন বাজার থেকে আটক ১১ জেলে মোঃ করন আলী, লতিফ বেপারি, হারুন বেপারী, রমজান আলী বেপারী, রুহুল আমিন (১), রুহুল আমিন (২), সাদেক বেপারী, মমিন বেপারী, জাহিদুল ইসলাম, আব্দুর রহমান, মতি বেপারী প্রত্যেককে ১৯৫০ মৎস্য সুরক্ষা আইন অনুসারে ৩ হাজার করে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেন, র্যাব-১১ এর এএসপি প্রনব কুমার, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সমীর কুমার বসাক, বাঘড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।