১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৩৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে জাটকাসহ আটক দুইজনের এক বছরের জেল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে জাটকা পরিবহনের সময় অভিযানে দুইজনকে আটকের পর এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১২০০ কেজি জাটকা মাছ ও পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে টংগিবাড়ী-মুক্তারপুর সড়কের বেশনাল এলাকায় পিকআপভ্যানের গতিরোধ করে তল্লাশি চালালে জাটকাসহ দুইজন ধরা পড়ে।

পরে টংগিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের নুরউদ্দিন গাজীর পুত্র হেলাল গাজী (২৭) ও ঝিনাইদহ জেলার মতিলালপুর এলাকার মজনু কাজীর পুত্র সুমন কাজী (২৬)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন জানান, মুন্সিগঞ্জ থেকে ঢাকায় পরিবহনের উদ্দেশ্যে নিষিদ্ধ জাটকা মাছ নিয়ে যাচ্ছিলো তারা। দণ্ডপ্রাপ্ত দুইজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। পিকআপভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।

error: দুঃখিত!