মুন্সিগঞ্জ, ২৮ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
জমি সংক্রান্ত বিরোধের জেরে সালিশি বৈঠক শেষে মুন্সিগঞ্জ সদরের ধলাগাঁও গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৪ জন আহতের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় ধলাগাও এলাকার মৃত ইয়াসিন হালদারের ছেলে মুনসুর হালদার (৬০) মুন্সিগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুর ২ টা’র দিকে রামপাল ইউনিয়নের ধলাগাও ফকিরবাড়ি এলাকায় মুনসুর হালদার ও করিম খা’র ছেলে জুয়েল খা’ পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে সকাল ১১টা’র দিকে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসায় বসে পক্ষ দুইটি। পরে সেখানে আগামী ৩ ডিসেম্বর রায় প্রদানের দিন ধার্য করা হয়। দুই পক্ষই রায় মেনে নিয়ে বাসায় ফিরে গেলেও জুমার নামাযের পর তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে জাতীয় হেল্পলাইন নাম্বার ৯৯৯-এ কল করা হলে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে আহতদের হাসপাতালে নিয়ে আসলে সেখানে পুনরায় হাতাহাতি হয় দুই পক্ষের মধ্যে।
এসময় মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে আমার বিক্রমপুরের সাংবাদিক শিহাব আহমেদের মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করেন জুয়েল পক্ষের যুব মহিলা লীগ নেত্রী পরিচয়দানকারি জনৈক অর্চি।
সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, লুবনা (৫০), কামরুন্নাহার (৪০), রোহান (১৪) ও বাদলকে (৩০) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. তোফাজ্জল হোসেন জানান, আহতদের শরীরের একাধিক জায়গায় মারধরের চিহ্ন রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
সদর থানার উপপরিদর্শক কাজল দাস জানান, হাসপাতালে হট্টগোলের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
মুন্সিগঞ্জ সদর থানার ডিউটি অফিসার জানান এসআই জিয়াউর রহমান জানান, এ ঘটনায় মুনসুর হাওলাদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।