মুন্সিগঞ্জ, ১৫ জুলাই ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে জমিজমা ও পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মারপিটে আহত হয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ধাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
লৌহজং থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত ইয়ার আলী শেখ (৫৮) ধাইরপাড়া এলাকার মৃত ইছাক আলী শেখের পুত্র। তার সাথে প্রতিবেশী হোসনা শেখ ও মুক্তার শেখের সাথে জমিজমা ও পাওনা টাকা নিয়ে বিরোধ ছিলো। শুক্রবার দুপুরে এ নিয়ে কথা কাটাকাটি হলে একপর্যায়ে তারা ওই বৃদ্ধকে মারপিট করেন। এতে তিনি গুরুতর আহত হলে লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ইয়ার আলী মারা যান।
ওসি জানান, মৃতের মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।