মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের গোবিন্দপুর (কোদালধোয়া) এলাকায় বিরোধপূর্ণ জমির সীমানা নিয়ে পূর্ব বিরোধের জেরে ওয়াসিম ঢালী (৩৭) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী নাজমুল হাসান নিশুসহ তার পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধে।
এ ঘটনায় আজ রোববার মুন্সিগঞ্জ সদর থানায় নিশুকে প্রধান অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন মারধরের শিকার ওয়াসিম ঢালী।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৩ টার দিকে ওয়াসিম ও নিশু গংদের সাথে বিরোধপূর্ণ জমি মাপঝোপসহ স্থানীয়ভাবে মিমাংসার কথা ছিলো। কিন্তু নিশু পক্ষ উপস্থিত না হয়ে উল্টো বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় ওয়াসিম ঢালী আহত হন। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে ভর্তি রাখা হয়।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক মো. আরিফুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।