২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৩:১১
মুন্সিগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ৪ জনকে কুপিয়ে আহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ মার্চ, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের মিরকাদিমে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে হামলা চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করেছে প্রতিবেশীরা।

গতকাল বুধবার (২ মার্চ) সন্ধ্যায় মিরকাদিম পৌরসভার দক্ষিণ কাগজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, ওমর ফারুক (৪৫), আওলাদ হোসেন (৩৬), আহসান (৩৬) সাদিয়া বেগম (২২)।

আহতদেরকে চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আহত ওমর ফারুক এর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে দায়িত্বরত চিকিৎসক জানান।

এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় হামলায় আহত আওলাদ হোসেন বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, কুপিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

error: দুঃখিত!