২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১:২৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে জনতার হাতে ভুয়া পুলিশ আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুলিশ সদস্য পরিচয়দানকারী এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ সুমন (৩৮) নামের ঐ ব্যাক্তিকে আটক করে।

গতকাল রোববার (২৩ মে) দুপুর সাড়ে ১২টা’র দিকে উপজেলার বীরতারা চান্দেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

জেলার সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের লালচাঁন শেখের ছেলে শেখ সাহাবুদ্দিন (৩০) জানান, শ্রীনগর উপজেলার বীরতারা চান্দেরটেক বাসস্ট্যান্ডের পূর্বপাশে তার ‘ভান্ডারী টেলিকম’ মোবাইল এর দোকানে নিজেকে শ্রীনগর থানার এস.আই মিজান পরিচয় দিয়ে দোকানের ডেস্কের ভেতর ক্যাশবাক্সের সামনে বসে উল্টাপাল্টা কথা বলে টাকা দাবী করে সুমন। আমি দিতে না চাইলে তৎক্ষনাৎ সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে শ্রীনগর থানায় ধরে নিয়ে আসার জন্য হাত টেনে অটোরিক্সায় উঠানোর চেষ্টা করে।

এসময় আশপাশের দোকানদারসহ অন্যান্য লোকজন ছুটে এসে শ্রীনগর থানায় ফোন করলে জানতে পারি এস.আই মিজান নামে শ্রীনগর থানায় কোন অফিসার নেই। পরে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম সুমন (৩৮)।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেদায়েতুল ইসলাম জানান, পরিচয় গোপন করে সরকারী কর্মকর্তা পরিচয় দেওয়ায় সুমন নামক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তাকে মুন্সিগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

error: দুঃখিত!