মুন্সিগঞ্জ, ৭ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে সিমেন্ট বোঝাই দুই ট্রাকের চাপায় প্রাণ গেছে মোটরসাইকেল চালক সুইজারল্যান্ড প্রবাসী মিজানুর রহমানের (৪০)। এসময় আহত হন সাথে থাকা মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় পুলিশ দুটি ট্রাক জব্দ করলেও পালিয়ে গেছেন চালকরা।
শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-দোহার সড়কের বাঘড়া ইউনিয়নের বরিবরখোলা মোড়ে ঢাকামুখী আরাম পরিবহনের একটি বাসকে পাশ কাটাতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর দোহারের সাতভিটা গ্রামের মৃত ওলি খালাসির পুত্র। এক মাস আগে ছুটিতে বাড়ি আসেন তিনি। শনিবার তার সুইজারল্যান্ড ফিরে যাওয়ার কথা। আহত আল আমিন (৩৮) ঢাকার গাবতলির মুকসুদপুর এলাকার বাসিন্দা ও নিহতের স্ত্রীর বড় ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দোহারে যাওয়ার সময় বরিবরখোলা মোড়ে পাশাপাশি চলতে থাকা শাহ সিমেন্ট ফ্যাক্টরির একাধিক পণ্যবোঝাই ট্রাককে অতিক্রম করার সময় সামনের দিক থেকে আসা আরাম পরিবহনের একটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায় মোটরসাইকেলটি। এসময় গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক প্রবাসী মিজানুর রহমানের। মোটরসাইকেল আরোহী আল আমিনকে উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
বাঘড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক সেকান্দর হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে শাহ সিমেন্ট ফ্যাক্টরির দুইটি পণ্যবাহী ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’