১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, ৫৯৬ বোতল গ্যাস সিলিন্ডার উধাও
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন বেলতলা বাজার থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি ছিনতাই হওয়া ট্রাক মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা ব্রিজের ঢাল থেকে উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে মেঘনা ব্রিজের ঢাল থেকে ট্রাকটি উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ। তবে ট্রাকে থাকা ৫৯৬ বোতল গ্যাস সিলিন্ডার পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের বোতলগুলো অন্যত্র সরিয়ে ফেলে খালি ট্রাকটি মেঘনা ব্রিজের ঢালে ফেলে রেখে গেছে ছিনতাইকারী চক্র।

অন্যদিকে উদ্ধারের খবর পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশ গজারিয়া থেকে খালি ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়ে গেছে বলে জানা গেছে ।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার এসআই সেকেন্দার আলী জানান, শুক্রবার সকাল ৯টার দিকে মেঘনা ব্রিজের ঢালে চালকবিহীন একটি ট্রাক পড়ে থাকার খবর পেয়ে ছুটে যাই। সেখানে গিয়ে ট্রাকে লেখা নাম্বার থেকে মালিককে কল দিয়ে জানতে পারি ছিনতাই হওয়া ট্রাকটি তার। পরে কাশিয়ানী থানার তদন্দকারী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান গত বুধবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বেলতলা বাজার এলাকা থেকে ৫৯৬ বোতল ভর্তি গ্যাস সিলেন্ডারসহ ট্রাকটি ছিনতাই হয়। এ ঘটনায় কাশিয়ানী থানায় মামলা রুজু করা হয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, কাশিয়ানী উপজেলার বেলতলা বাজার এলাকার জুয়েল নামের এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে গ্যাস সিলেন্ডার ভর্তি ছিনতাই হওয়া ট্রাকটি মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা ব্রিজের ঢাল থেকে খালি অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারী চক্র ট্রাকে থাকা ৫৯৬ বোতল ভর্তি গ্যাস সিলিন্ডার অন্যত্র সরিয়ে ফেলে ট্রাকটি ফেলে রেখে গেছে। বর্তমানে গ্যাস সিলিন্ডারগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

error: দুঃখিত!