৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৬:১১
মুন্সিগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে অাটক সেই অা.লীগ নেতা এবার ঝামেলা বাধালেন পূজা মন্ডপে
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: এর অাগে ছিনতাইয়ের অভিযোগে অাটক মুন্সিগঞ্জ শহর অাওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান বাবুল এবার ঝামেলা বাধিয়েছেন পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে।

গতকাল সন্ধ্যায় মুন্সিগঞ্জ সদর উপজেলা’র পাচঘরিয়া কান্দিতে জেলা অাওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন এর কনিষ্ঠপূত্র ফয়সাল বিপ্লব এর সাথে পূজামন্ডপ পরিদর্শনে গিয়ে তার ব্যাক্তিগত গাড়িতে বসা কে কেন্দ্র করে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর এর সাথে ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিলে একসময় তা হট্টগোলে গিয়ে দাড়ায়।

ঘটনার একপর্যায়ে শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অারাফাত হোসেন সিফাত (২২) ছুরিকাঘাত হন। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ সময় ধাক্কাধাক্কিতে সাথে থাকা ফয়সাল বিপ্লব এর শিশু মেয়ে জুয়েনা (৭) অাহত হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে মুন্সিগঞ্জ সদর থানার ওসি ইউনুচ অালী অামার বিক্রমপুর কে বলেন, ‘উনাদের মধ্যে একটু ভূল বোঝাবোঝি হয়েছে, এটা তেমন কোন বিষয় না।’

স্থানীয় এই অাওয়ামীলীগ নেতার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যাবসার বিস্তার, দখলবাজী, সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

error: দুঃখিত!