৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:২৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ছাত্রীর গলা ও হাতের রগ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি আসামি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ নভেম্বর, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে পুর্ব শত্রুতার জের ধরে ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির চাঁদনী (১৭) নামে এক ছাত্রীর গলা ও হাতের রগ কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

মামলা দায়েরের পর অভিযুক্ত আসামী রাব্বির পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা ওই ছাত্রীর নানা-মামাদের হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, ডাক্তারের পরামর্শে চাঁদনীকে এখন ঢাকায় তার মা-বাবার কাছে রাখা হয়েছে। সেখানে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চাঁদনীর ওপর এ হামলার পর থেকেই এলাকায় একটি মহল ঘটনা ধামাচাপা দেয়ার জন্য তৎপর হয়ে উঠে।

আহত চাঁদনীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে প্রতিবাদের ঝড় উঠে। স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী ছাত্রীর নানা মো. আনিস ফকির (৭৫) বলেন, চাঁদনী এখন কিছুটা সুস্থ। মামলা দায়েরের পর আসামিরা নানাভাবে ভয়ভীতি ও হুমকি ধমকি দিচ্ছে। মামলার প্রধান আসামি রাব্বির এক আত্মীয় ভাগ্যকুলের জগন্নাথপট্রি এলাকার মিনারা ও তার ছেলে সুমন তাদের দেখে নেয়ার হুমকি দেয়।

চাঁদনীর ছোট মামা মো. রতন ফকির বলেন, গত শুক্রবার দুপুরে আমাদের বাড়িতে কিছু লোক মিমাংসার জন্য প্রস্তাব নিয়ে আসে। আমরা এ বিষয়ে কোন কথা বলিনি। আসামি রাব্বির পক্ষের লোকজন আমাদেরকে বিভিন্ন মাধ্যমে হুমকি ধমকি দিচ্ছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার উপপরিদর্শক সামিউল ইসলাম জানান, আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। হুককি ধমকি প্রদানের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩১ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ কামারগাঁও গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে দশম শ্রেণির ছাত্রী চাঁদনীর গলা ও হাতের রগ কেটে দেয় প্রতিপক্ষ। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানোর অভিযোগ করে ভুক্তভোগী ছাত্রীর পরিবার। এ ঘটনায় ওই রাতেই চাঁদনীর বড় মামা জাহাঙ্গীর ফকির অভিভযুক্ত রাব্বিসহ এজাহারভুক্ত ৫ জনসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সেটি মামলায় রুপান্তর হয়।

error: দুঃখিত!