১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:২০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ছাত্রলীগ সা. সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ এপ্রিল, ২০২২, আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুছ প্রধানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গজারিয়া উপজেলা ছাত্রলীগ।

গতকাল শুক্রবার বিকালে গজারিয়া থানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভবেরচর বাস্ট্যান্ডে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুছ প্রধানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তা তুলে না নেয়া পর্যন্ত এ বিক্ষোভ চলবে। ২৪ ঘন্টার মধ্যে মামলা তুলে নেওয়া না হলে ছাত্রলীগ কঠোর পদক্ষেপ নিবে এমন হুশিঁয়ারি দেন ছাত্রলীগ নেতারা।

সমাবেশে বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন সাদ্দাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো সুমন, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রানা সরকার, ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শরিফ পাঠান, বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার, বাউশিয়া ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

error: দুঃখিত!