মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল, ২০২২, আমিরুল ইসলাম নয়ন, গজারিয়া (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুছ প্রধান সহ আরও কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ অভিযোগের প্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করলেও ছাত্রলীগ নেতা ইউনুছ পলাতক রয়েছে।
গতকাল বুধবার বিকালে উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ইউনুছ প্রধান সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে গজারিয়া থানায় মারধরের অভিযোগ দেয়া হয়।
তবে অভিযোগকারী রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ছাত্রলীগ নেতা ইউনুছ লোকজন নিয়ে আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সে আমাকে মারধর করে।
এদিকে থানায় অভিযোগের সূত্র ধরে বাউশিয়া ইউনিয়নের মৃত সুজাত আলী প্রধানের ছেলে মো. ইয়াছিন প্রধান (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ৫-৬ বছর আগে ভবেরচর সমিতি মার্কেটে হাজী ইলেক্ট্রনিক নামে একটি দোকান ছিল তাঁর, সেখানে কর্মচারী হিসেবে কর্মরত ছিল ইয়াছিন প্রধান। বর্তমানে সেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু বিগত সময়ে প্রায় সে রফিকুল ইসলামের কাছে চাঁদা দাবি করে আসছে। গত রোববার আকস্মিক ভবেরচর বাসষ্টান্ডে ইউনুস ও ইয়াছিনের নেতৃত্বে ৫/৬জন তাঁকে পথরোধ করে এবং দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে, তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা মারধর করে সাথে থাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগের বিষয়ে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুছ প্রধান এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন জানান, থানায় অভিযোগে এজাহারনামীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকীদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।