মুন্সিগঞ্জ, ৭ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে।
টংগিবাড়ী থানার ওসি রাজিব খান এসব তথ্য নিশ্চিত করে জানান, রোববার সকালে ভুক্তভোগী শিশুর চাচা অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করলে দুপুরে পুলিশ উপজেলার সোনারং ইউনিয়নের আমতলী রশিদিয়া মাদ্রাসার সামনে থেকে মাদ্রাসাটির আরবি শিক্ষক আবু নোমান শেখকে (৩০) গ্রেপ্তার করে। সে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মৃত জালাল উদ্দিন শেখের পুত্র।
এজাহারে অভিযোগ করা হয়, ভুক্তভোগী শিশু গেল ৬-৭ দিন ধরে মাদ্রাসা শিক্ষকের কাছে বলাৎকারের শিকার হন। একপর্যায়ে সে নির্যাতন সইতে না পেরে অসুস্থ হয়ে দাদা বাড়িতে ফিরে গিয়ে আর মাদ্রাসায় না পড়ার কথা জানান। শিশুটির পরিবার কারণ জানতে চাইলে সে শিক্ষক কতৃক বলাৎকারের অভিযোগ করেন। পরে আজ রোববার সকালে ভুক্তভোগী শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
সংশ্লিষ্ট থানার ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।