১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:০৬
মুন্সিগঞ্জে চোর সহ চোরাই মোটরসাইকেল আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ মার্চ, ২০২১, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি চোরাই মোটর সাইকেলসহ দেলোয়ার (২২) নামের এক চোরকে আটক করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত দেলোয়ার শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মো. আলি আকবর মোল্লার ছেলে।

জানা যায়, দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘুরিয়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে আতিকুল ইসলামের মুন্সী টিম্বার এন্ড স’মিলের সামনে থেকে ওই চোর নিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাকে ধরে পুলিশে খবর দেয়। উদ্ধারকৃত পালসার ১৫০ সিসি’র মোটরসাইকেলটির মালিক আতিকুল ইসলাম।

পরে হাসাড়া হাইওয়ে ফাড়ির ইনচার্জ (ওসি) আফজাল হোসেন এবং এসআই সাকিবুল হাসান চোরাই মোটর সাইকেল সহ চোরকে আটক করে।

আফজাল হোসেন জানান, আমরা গোপন সংবাদ পেয়ে আমাদের সদস্যদের নিয়ে তাকে আটক করি। পরে চোর ও মোটরসাইকেলটি কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করি।

error: দুঃখিত!