২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:৪৭
মুন্সিগঞ্জে দুই দিনমজুরকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ঝাড়ু মিছিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ২ জন দিনমজুরকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে পুলিশে দেওয়ার প্রতিবাদে কুকুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান বাবুল হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। এসময় প্রতিবাদস্বরূপ ঝাড়ু প্রদর্শন করেন তারা।

আজ শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে এই কর্মসূচি পালিত হয়।

এসময় মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন, কুকুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান বাবুল হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী হামলা করে আওয়ামী লীগের মহিলা কর্মী জাবেদা বেগম ও তার ছেলে পল্টন থানা ছাত্রলীগের সহ সভাপতি মো. জাবেদসহ ৪ জনকে মারধর ও কুপিয়ে জখম করে। এ ঘটনায় শ্রীনগর থানায় একটি মামলা হয়।

গেল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টা’র দিকে ভুক্তভোগী জাবেদা বেগমের পক্ষ হতে এ নিয়ে পোষ্টার লাগাতে গেলে সাইফুল ইসলাম বাবু ও নাহিদ নামের দুই দিনমজুরকে টুনিয়া মান্দ্রা ব্রীজ থেকে আওয়ামী লীগ অফিসের কথা বলে ধরে নিয়ে যায় স্থানীয় সিরাজ, মেহেদী হাসান রিয়াজ, সাজু, ফিরোজসহ কয়েকজন। এরপর দুজনকে ৪ ঘন্টা আটকে রেখে মারধর করে ২২ পিছ ইয়াবা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তবে আমাদের কাছেও মনে হচ্ছে বিষয়টি সন্দেহজনক। আমরা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবো।

কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বলেন, এখানে আওয়ামী লীগের দুই গ্রুপ। ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্ব। এসব ঘটনায় আমি কোন প্রকার জড়িত না। মারামারি হানাহানিতে আমার কোন লোক জন নেই, আমি একাই চলি। যদি আপনাদের তদন্তে আমি কোন প্রকার দোষী হই তাহলে আপনারা আমার বিরুদ্ধে লেখেন।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রেজা বলেন, আমি বা আমার কোন লোকজন এসব ঘটনায় জড়িত না। তারা মানববন্ধনে আমার বিরুদ্ধে যা বলেছে সব মিথ্যা।

error: দুঃখিত!