১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:১৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে চুল কাটতে বের হয়ে লাশ হয়ে ফিরলেন জয়দেব
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার বাগমামুদালীপাড়া এলাকায় চুল কাটতে বের হয়ে অজ্ঞাত ব্যাটারিচালিত দ্রুতগতির যানের ধাক্কায় জয়দেব হাজরা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা’র দিকে পৌরসভার বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কের বাগমামুদালিপাড়ার কৃষি ব্যাংক হিসেবে পরিচিত এলাকায় এই ঘটনা ঘটে। তবে ঘটনার সাথে জড়িত ব্যাটারিচালিত দ্রুতগতির যানটিকে সনাক্ত করা যায়নি। সেটি কে চালাচ্ছিলেন কিংবা কোনদিকে চাচ্ছিলো এ বিষয়েও কিছু জানা যায়নি।

ব্যাটারিচালিত দ্রুতগতির আধুনিক এসব রিকশা মুন্সিগঞ্জে স্থানীয়ভাবে মিশুক ও অটো নামে পরিচিত।

নিহতের ভাই পরিমল জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে সেলুনে চুল কাটিয়ে বাসায় ফিরতে গিয়ে রাস্তা পারাপারের সময় একটি ইজি বাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। পরে আমরা হাসপাতালে নিলে সেখানে ডাক্তার জানায় সে মারা গিয়েছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: এম এ কালাম জানান, হাসপাতালে আনার আগেই গুরুতর আঘাতে তার মৃত্যু হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, যে যানটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সেটা কেউ দেখেনি। তবে আমরা কাজ করছি, তাকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। কোন মামলা দায়ের করা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: দুঃখিত!