মুন্সিগঞ্জ, ১৬ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলায় আল-আমিন (২৫) নামের এক মিশুক চালককে ছুরিকাঘাত করে মিশুক ছিনতাইয়ের চেষ্টা করে দুষ্কৃতিকারীরা।
বুধবার রাত ৮টার দিকে দিঘীরপাড়-সিপাহীপাড়া সড়কের বজ্রযোগিনী ইউনিয়নের আজিমপুরা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহত আল-আমিন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার আবু তালেবের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, ‘আহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মুন্সিগঞ্জ সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, ‘পথচারীরা উদ্ধার করে আহত মিশুক চালককে হাসপাতালে রেখে যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে। কিন্তু রোগীর অবস্থা ভালো না। ঠিক মতো কথা বলতে পারছিলো না। কিছুক্ষণ পর পর জ্ঞান হারিয়ে ফেলে। তাই দ্রুত ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আহত ওই ব্যক্তির মিশুক স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রয়েছে বলে শুনেছি।’