২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:৩০
মুন্সিগঞ্জে চালককে খু.ন করে অটোরিকশা ছিনতাইয়ের সময় ঘা.তক আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ছুরির আঘাতে মো. জসিম মুন্সি (৪০) নামে এক অটোরিকশা চালকের প্রাণ গেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল আলীকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার রাড়িখাল ইউনিয়নে কবুতরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক জসিম মুন্সি উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর মান্দ্রা মুন্সিবাড়ির মৃত আব্দুল সালাম মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা ছিনতাইকালে হাতেনাতে ধরে অভিযুক্ত আব্দুল আলীকে পুলিশে দেয়া হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আটক আব্দুল আলী পুলিশ হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

error: দুঃখিত!