২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৮:০০
মুন্সিগঞ্জে চারণ সাংবাদিক সফিউদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের চারণ সাংবাদিক, ভাষাসৈনিক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি সফিউদ্দিন আহমদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সফিউদ্দিন আহমদের পরিবারের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ সেলিম, কাজী দীপু, মোজাম্মেল হোসেন সজল, ভবতোষ চৌধুরী নূপুর, অ্যাডভোকেট সেতু ইসলাম, অ্যাডভোকেট লাবলু মোল্লা, মামুনুর রশীদ খোকা, অ্যাডভোকেট সুজন হায়দার জনি, মঈনউদ্দিন সুমন, গোলজার হোসেন, জসিম উদ্দিন দেওয়ান, শেখ মো. রতন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন আকাশ, শিহাবুল হাসান, নুরুন্নবী মুন্না, মাহমুদুল হাসান, কে এন ইসলাম বাবুল, আনোয়ার হোসেন আনু, জুয়েল রানা, নাদিম মাহমুদ, রাজিবুল হাসান জুয়েল, আল-মামুন, ফটোসাংবাদিক সুমিত সরকার সুমন, রাজীব বাবু, মহসিন পাঠান, সাজ্জাদ হোসেন।

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ সফিউদ্দিন আহমদ জেলার লৌহজং উপজেলার কুমারভোগ গ্রামে জন্মগ্রহণ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজশাহী কারাগারের খাপড়া ওয়ার্ডে কারাবরণ করেছিলেন সফিউদ্দিন।

২০০৯ সালের ২২ অক্টোবর তিনি ইন্তেকাল করেন।

error: দুঃখিত!