১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:০৮
মুন্সিগঞ্জে চাঁদাবাজির সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যকে আটক করেছে ছাত্র-জনতা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকা থেকে চাঁদাবাজির সময় চাকু, হকিস্টিকসহ এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে স্থানীয় ছাত্র-জনতা।

আজ সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে মো. নয়ন হাসান (২৭) নামের ওই ব্যক্তিকে ছাত্র-জনতার কাছ থেকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়।

আটক নয়ন শহরের মধ্য কোটগাঁও এলাকার মৃত পান্না মিয়ার পুত্র।

মুন্সিগঞ্জের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আটক ওই ব্যক্তিকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘চাকরিচ্যুত ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের শেষে কাল আদালতে প্রেরণ করা হবে।’

error: দুঃখিত!