মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় সৈকত আপন (১৬) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার উত্তর রামগোপালপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে রাতুল (১৬) নামের অপর এক স্কুল ছাত্র।
নিহত আপন পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙা এলাকার মোঃ মাসুমের ছেলে ও বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেল যোগে দুই বন্ধু আপন ও রাতুল ঘুরে বেড়াচ্ছিলো। তারা রামগোপালপুর সড়কে গিয়ে একটি ট্রাককে অতিক্রম করলে বিপরীত দিক থেকে আসা উপর আরেকটি ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পরে। এতে দুজনই গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এসময় আপনের অবস্থা বেশি গুরুতর দেখে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল অভিমুখে রওনা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এসব তথ্য নিশ্চিত করে হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক সাখয়াতুল ইসলাম জানান, মৃত্যুর পর নিহতের মরদেহ তার স্বজনরা বাড়ি নিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। তাই মরদেহ ময়নাতদন্তের প্রয়োজন হয়নি।