১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৮:৪১
মুন্সিগঞ্জে ঘাস কাটতে গিয়ে একজনের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ জুন, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে গরুর ঘাস কাটতে গিয়ে বিদুৎয়ের তারে জড়িয়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যূ হয়েছে। নিহত মোস্তফা বেপারী (৬৫) উপজেলার চাঠাতিপাড়া গ্রামের মৃত হাবিবুল্লাহ বেপারীর ছেলে।

জানা গেছে, আজ শনিবার (১২ জুন) সকাল ৮টা’র দিকে মোস্তফা বেপারী তার বাড়ির পাশের রাস্তায় গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় ওই রাস্তার উপর দিয়ে নির্মাণাধীন পূর্ব চাঠাতি পাড়া জামে মসজিদের জন্য অস্থায়ীভাবে নেওয়া বৈদুতিক তার রাস্তার উপর পরে থাকলে ঘাস কাটার সময় ওই তারে জড়িয়ে তার মর্মান্তিক মৃত্যূ হয়।

পরে মোস্তাফা বেপারীর এক প্রতিবেশী তাকে বিদুৎয়ের তারে জড়িয়ে পরে থাকতে দেখে তার পরিবারের লোকজন খবর দিলে তাকে উদ্ধার করে টংগিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই মর্মান্তিক মৃত্যূতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যূকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

এ ব্যপারে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কাজি সোনিয়া জানান, বৈদ্যুতিক স্পর্শে মৃত এক ব্যাক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। হাসপাতালে আনার অনেক আগেই সে মারা গেছে।

error: দুঃখিত!