মুন্সিগঞ্জ, ৫ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে গ্যাস সিলিন্ডারের দাম বেশি রাখায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকাল ১১টা’র দিকে এই অভিযানে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে এলপিজি গ্যাস বিক্রির অপরাধে মুন্সিগঞ্জ শহরের নাহার করপোরেশনকে ৪ হাজার, নুসরাত মোটরসকে ২ হাজার এবং মুক্তারপুরের লাকী এন্টারপ্রাইজের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুস সালাম অভিযান পরিচালনা করেন। এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মিজানুর হক উপস্থিত ছিলেন।