১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:১৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গ্যাস লাইনের সংস্কার করতে গিয়ে তোপের মুখে তিতাস!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় গ্যাস সঞ্চালন লাইন সংস্কার করতে গিয়ে গুজবের জেরে স্থানীয়দের তোপের মুখে পড়েছে তিতাস গ্যাস কতৃপক্ষ।

এসময় ভুয়া খবর ছড়িয়ে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করলে কার্যক্রম বন্ধ করে দেয় কর্মকর্তারা।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা হাস পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মর্নিং সান হাইওয়ে হোটেলের পশ্চিম পাশে চেক ভালব স্থাপনের জন্য মাটি অপসারণ করতে গেলে স্থানীয়দের মধ্যে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের গুজব ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় শতাধিক নারী-পুরুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকলে কার্যক্রম স্থগিত ঘোষণা করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান জানান, চেক ভালব মূলত একটি স্বয়ংক্রিয় সুরক্ষা ডিভাইস। এর মাধ্যমে একটি নির্দিষ্ট এলাকার গ্যাস সংযোগ বন্ধ করা, গ্যাসের প্রবাহ একটি নির্দিষ্ট দিকে রাখাসহ আরো অনেক রকমের কাজ করা যায়। সমগ্র গজারিয়া উপজেলার অন্তত চারটি স্থানে এরকম চেক ভালব স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়। মঙ্গলবার ছিলো এর প্রথম কাজ। এজন্য পুরো গজারিয়া উপজেলায় মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিলো।

অন্যদিকে, যে এলাকায় চেক ভালব স্থাপন করা হচ্ছিলো পুরো প্রক্রিয়া শেষ করতে তিন দিনের মতো সময় লাগতো সেজন্য ওই এলাকার গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়েছে। তবে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় গ্রামবাসীদের তিতাস কর্মকর্তাদের বিরুদ্ধে উসকে দেওয়া হয়। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেও স্থানীয়দের বাঁধায় পরবর্তী কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

error: দুঃখিত!