৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:৫১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গৃহবধূ রিয়া হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩ এপ্রিল, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে গৃহবধূ রিয়া মনি’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩ এপ্রিল) বিকালে উপজেলার পাঁচগাও বাজারে স্থানীয় প্রায় পাঁচশত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রিয়া মনির বাবা আতাউর রহমান পাইক বলেন, আমার মেয়েকে ওর শাশুড়ি হোসনে আরা বেগম, দুই ননদ সাথী ও বিথী এবং ননদের জামাইরা মিলে খুন করেছে। তিনি কান্না জড়িত কন্ঠে তাঁর মেয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী করেন। ময়না তদন্ত্রের রিপোর্ট নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন।

জানা গেছে, ৩ বছর আগে উপজেলার পাঁচগাও গ্রামের আতাউর পাইকের একমাত্র মেয়ে রিয়া মনি’র সাথে একই উপজেলার আবদুল্লাহপুর গ্রামের সবুজের বিয়ে হয়। বিয়ের পর হতেই রিয়া মনির স্বামী সবুজ সৌদি আরবে বসবাস করতো।

উল্লেখ্য ,গত বুধবার (৩১ মার্চ) রাত ১০ টার দিকে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আবদুল্লাহপুর গ্রাম থেকে গৃহবধূ রিয়া মনি’র (২৩) লাশ উদ্ধার করে পুলিশ।

error: দুঃখিত!