৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:২৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ দুই বৃদ্ধের বিরুদ্ধে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামে এক সন্তানের জনক এক গৃহবধূ নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই বৃদ্ধের বিরুদ্ধে। ভয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে পারছেন না ভুক্তভোগী।

ঘটনার শিকার নারীর দাবি, গেল মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, প্রতিবেশী মৃত বিল্লাল মিয়ার ছেলে মালেক মিয়া (৫৫) ও মৃত বারেক মাদবরের ছেলে আনোয়ার হোসেন আনা (৫০)।

ভুক্তভোগী নারী এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শালিস-মাদবরদের কাছে অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে জানিয়েছেন।

বালুচর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য (১,২ ও ৩ নং ওয়ার্ড) ছালেহা বেগম বলেন, ভুক্তভোগী নারী বিষয়টি সকলকে জানিয়েছে। এর সুষ্ঠু বিচার হওয়া দরকার।

বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, ভুক্তভোগী নারীর কাছ থেকে সরাসরি অভিযোগ না পেলেও স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে এ ব্যাপারে অবগত হয়েছি। এ ঘটনার যথাযথ বিচার হোক এটা আমারও প্রত্যাশা।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় ভুক্তভোগী নারী অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেব।

error: দুঃখিত!