১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:১০
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গুলিতে যুবকের মৃ.ত্যুর পর অস্ত্র উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ এপ্রিল ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধার করেছে পুলিশ। এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।

আজ শনিবার দুপুর একটার দিকে পুলিশ ওই গ্রামে অভিযান চালায়।

এর আগে ভোরে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হাজী ফয়সাল বিপ্লবের অনুসারী আহম্মদ হোসেন ও সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের অনুসারী নজির হাওলাদার পক্ষের মধ্যে মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে পারভেজ খান  (২০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বুলেট প্রুফ জ্যাকেট উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান।

তিনি জানান, পুলিশের অভিযানে ১ টি পাইপ গান, ৭ রাউন্ড কার্তুজ, ১ টি বুলেট প্রুফ জ্যাকেট ও ৭ টি হকিস্টিক উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ওই গ্রামের জমিতে পরিত্যক্ত অবস্থায় সমুদয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!