১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গুচ্ছগ্রামে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গুচ্ছগ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হামলার প্রতিবাদে হলদিয়া ইউনিয়নের সর্বস্থরের জনগনের উদ্দ্যেগে মানববন্ধন হয়েছে।

স্থানীয় আলী আকবর, আলী আক্কাস, মিজান ব্যাপারী ও রাব্বী হোসেনের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে হলদিয়া ইউনিয়নের সর্বস্থরের জনগনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

আজ রবিবার দুপুরে লৌহজংয়ের হলদিয়া বাজারস্থ বিক্রমপুর প্রেসক্লাবের সামনে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউনিয়নের সর্বস্তরের লোকজনের উপস্থিত ছিলো।

এ সময়ে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের জেলা সহ-সভাপতি শামীম ফরাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওমর ফারুক রাজীব, লিংকন হাওলাদার, মো: খোরশেদ আলম মোল্লা, আল-মামুন খান, স্থানীয় ইউপি সদস্য লক্ষন সরকার, মোবারক মৃধা, মাহবুব শেখ, হাবিব শেখ প্রমূখ। এ সময়ে বক্তরা হামলাকারীদের আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবী জানান।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০ টায় উপজেলার হলদিয়া গুচ্ছ গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ইয়াকুব ও তার দলবল দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও বাড়িঘর ভাংচুর করে। এ সময়ে ৪ জন গুরুতর আহত হয়। আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

এদের মধ্যে আলী আকবরের অবস্থা আশংকাজনক।

এ ব্যাপারে লৌহজং থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে।

error: দুঃখিত!