১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:১৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গাড়ির ধাক্কায় শ্রমিকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সম্রাট আলী আকবর (২২) নামে জেএমআই ইন্ডাস্ট্রিজের এক শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভিটিকান্দি পলি কেবল এর সামনে কুমিল্লামুখী সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সম্রাট আলী আকবর জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা শহিদ উল্লাহর ছেলে। তিনি ভিটিকান্দি এলাকায় অবস্থিত হাসপাতালের পন্য উৎপাদনকারী জেএমআই ইন্ডাস্ট্রিজে কর্মরত ছিলেন। অন্যান্য দিনের মত বাসা থেকে বের হয়ে কাজে যাওয়ার পথিমধ্যে ভিটিকান্দি পলি কেবলের সামনে রাস্তা পার হতে গেলে কুমিল্লাগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই আনোয়ার হোসেন জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সম্রাট আলী আকবর ঘটনাস্থলে নিহত হয়। কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, সেটি শনাক্ত করা যায়নি।

error: দুঃখিত!