মুন্সিগঞ্জ, ২৭ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির চাপায় কানিজ ফাতেমা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকার মৃত শাহজাহান শেখের স্ত্রী। তার পিতার বাড়ি সিরাজদিখান উপজেলার পাথরঘাটায় এলাকায়।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আবজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮ টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ওই নারী নিয়ম না মেনে অসতর্ক ভাবে রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক গাড়িটি জব্দ করা যায়নি।