২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:১৫
মুন্সিগঞ্জে গাড়ির ধাক্কায় নৈশ প্রহরীর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।

নিহত মো. হোসেন পাঠান (৬০) কুমিল্লার হোমনা উপজেলার গনিয়ার চর গ্রামের মৃত রশিদ পাঠানের ছেলে। তিনি উপজেলার ভাটেরচর এলাকার আলী আহম্মদ মার্কেটে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার (৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আলী আহম্মদ মার্কেটের নৈশ প্রহরী হোসেন প্লাস্টিকের ঝুড়িতে জমে থাকা ময়লা-আবর্জনা ফেলার জন্য রাস্তার এক পাশ থেকে আরেকপাশে যাবার সময় ঢাকামুখী লেনে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে হলেই মারা যান।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, নিহতের লাশ পুলিশ ফাঁড়িতে আছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

error: দুঃখিত!