৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৭:৩২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গাছ লাগিয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে ছাত্রলীগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে কেক কেটে ও গাছ লাগিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালন করেছে সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগ।

ছবি: ফেইসবুক।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি নিবির আহম্মেদের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে ৭৪ টি বৃক্ষরোপন করা হয় পরে সকাল ১১ টার দিকে জেলা স্টেডিয়াম সংলগ্ন কড়ইতলায় কেক কাটা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।

আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, নাজমুল হাসান সোহেল, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুরুজ মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি নসিবুল ইসলাম নোবেল, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন সাগর, সরকারি হরগঙ্গা কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর, ছাত্রলীগ নেতা তাজরিয়ান প্রমুখ।

error: দুঃখিত!