মুন্সিগঞ্জ, ৬ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে গাঁজা সেবন করায় তিন ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার দুপুরে উপজেলার গোপালবাগ, মাইছাবাজার ও দয়ালবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সিগঞ্জ এই অভিযান চালায়।
দন্ডপ্রাপ্তরা হলেন, গোলাপবাগ এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে সালাউদ্দিন ফরাজি (৫৫), রামগোপালপুর এলাকার শাহজালাল বেপারির ছেলে ইপু বেপারি (৩১) ও ফিরিঙ্গি বাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে মো. রবিন (২৫)।
অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান গাঁজা সেবনের অপরাধে তিনজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরো দশদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।