১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১০:০৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদন্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৩ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়ালবাজার এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বাধীন মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যামান আদালত পরিচালনা করে দন্ড প্রদান করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগ্যান চাকমা।

দন্ডপ্রাপ্তরা হলেন, রিকাবী বাজার এলাকার মৃত আয়নাল হাওলাদারের পুত্র সুমন হাওলাদার (২৪), দেলোয়ার হোসেনের পুত্র মানিক হোসেন (২৫) ও দয়ালবাজার এলাকার মৃত কছুমুদ্দীনের পুত্র আবদুল কাদের (২৫)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এসব তথ্য নিশ্চিত করেন।

error: দুঃখিত!