২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:৫০
মুন্সিগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৩ মাসের কারাদন্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৮ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে গাঁজা সেবনের দায়ে এক বৃদ্ধকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কতৃক আটকের পর ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুর ১টা ৪৫মিনিটের দিকে উপজেলার নাটেশ্বর এলাকা থেকে ঐ ব্যক্তিকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।

দন্ডপ্রাপ্ত হলেন, টংগিবাড়ী উপজেলার কালির আটপাড়া এলাকার মৃত ইয়াজুদ্দিন আহমেদ এর ছেলে আবুল কাশেম (৫০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, গাঁজাসহ গাঁজা সেবনের অপরাধে ঐ ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

error: দুঃখিত!