মুন্সিগঞ্জে গাঁজা সেবনের সময় আটক, দুইজনের ৭দিনের কারাদন্ড
মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাঁজা সেবনের সময় গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটক দুইজনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সিরাজদিখান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান, আজ সোমবার সকাল সাড়ে ১১ টা’র দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের কুসুমপুর এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় ২ জনকে ১ পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়। পরে তাদের ৭ দিনের কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, তাজপুর গ্রামের ইসমাইল সিকাদারের ছেলে ওয়াসিম সিকদার ও বড় শিকারপুর এলাকার মনা মিয়ার ছেলে টিপু সুলতান।...
8
মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে গাঁজা সেবনের সময় গাঁজাসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটক দুইজনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সিরাজদিখান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান, আজ সোমবার সকাল সাড়ে ১১ টা’র দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের কুসুমপুর এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় ২ জনকে ১ পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়। পরে তাদের ৭ দিনের কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড আদায় করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, তাজপুর গ্রামের ইসমাইল সিকাদারের ছেলে ওয়াসিম সিকদার ও বড় শিকারপুর এলাকার মনা মিয়ার ছেলে টিপু সুলতান।


