মুন্সিগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে গাঁজা সহ দুইজনকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার গোয়ালগুন্নী থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, গোয়ালগুন্নী এলাকার আব্দুর রহিম এর ছেলে মোঃ রাজিব (২৮) ও মৃত শামসুল হক এর ছেলে সোহেল বেপারী (২৬)।
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, আসামিদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।