মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে মুন্সিগঞ্জ সদর থানাধীন চর সন্তোষপুর এলাকার চুচু ডায়াপার ফ্যাক্টরির সামনে থেকে চর সন্তোষপুর এলাকা থেকে একশ গ্রাম গাঁজা সহ মৃত আলী হোসেন এর ছেলে আনোয়ার হোসেন আনু (৪৭) কে আটক করা হয়।
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃত আনু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে নিয়মিত বিভিন্ন ফ্যাক্টরি এলাকায় শ্রমিকদের মধ্যে মাদক সরবরাহ করে। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।