৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ১০:৫৮
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গাঁজা গাছ সহ আটক ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার সুধারচর থেকে ৮টি গাঁজা গাছ সহ মোঃ মহসিন বেপারী (৩৬) নামের একজনকে আটক করেছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার সুধারচরের সুমন শনির জমিতে গাঁজা গাছ গুলো রোপন কৃত অবস্থায় পাওয়া যায়। এসময় গাঁজা গাছ রোপনের সাথে জড়িত মোঃ মহসিন বেপারীকে আটক করে পুলিশ।

মহসিন পাশ্ববর্তি টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের জেলেপাড়ার মৃত নূর মোহাম্মদ বেপারীর ছেলে।

গাঁজা গাছ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাহ্উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে সুধারচরের সুমন শনির প্লট থেকে ৮ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আটক মহসিনকে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।

error: দুঃখিত!